সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ, উন্নীত করণ সহ বিদ্যমান অবকাঠামো মেরামত ও সংস্কার কাজে গুরুপ্তপূর্ণ ভুমিকা পালন করেছেন। বিশেষ করে কোভিড-১৯ এর মহামারী কালীন সকল স্বাস্থ্য স্থাপনার সেবা উপযোগী রাখার পাশাপাশি নতুন করে আইসোলেশন সেন্টার, আইসিও ইউনিট রিনোভেশন, কোভিড টেস্ট উপযোগী করোনার স্যাম্পল কালেকশন বুথ নির্মাণ, ফাইজার টিকা সংরক্ষণের জন্য শীতাতাপ নিয়ন্ত্রণ বিশিষ্ঠ কক্ষ রিনোভেশণ করে সংকটকালীন সেবা প্রদানে বিশেষ ভুমিকা পালন করেছেন। তাছাড়া জড়াজীর্ণ নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন পুনঃনির্মাণ, ড্রাইভার কাম গ্যারেজ ও বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ কাজ স্বচ্ছতার সহিত করিতেছেন। জড়াজীর্ণ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রিনোভেশন করে স্বাস্থ্য সেবার কাজ বিস্তর বৃদ্ধি করেন। একইভাবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রিনোভেশন কাজ চলমান রহিয়াছে। সেবা প্রদানে অনুপযোগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন সাব-সেন্টার পুনঃনির্মাণ সহ নতুন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করেছেন। সেবা বৃদ্ধির লক্ষ্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মান উন্নীত করণ কাজ দক্ষতার সহিত করেছেন।
ভারত সরকারের অর্থায়নে নির্মিত ৩৬ টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকপ্লের ৮টি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাস্তবায়িত করেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদী যৌথভাবে অনলাইনে শুভ উদ্বোধন করেন। তাছাড়া মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ড্রিম প্রকল্প হিসেবে বিবেচিত কমিউনিটি ক্লিনিক নির্মাণ, পুনঃনির্মাণ কাজ সুষ্ঠভাবে অত্র অধিদপ্তর বাস্তবায়ন করে যাচ্ছেন। ফলে স্বাস্থ্য সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনার কার্যালয় নির্মাণ অত্র অধিদপ্তরের একক ও অনন্য অর্জন। ফলে পরিবার পরিকল্পনা বিভাগের কাজ আরো সুষ্ঠভাবে বাস্তবায়িত হবে।
এক কথায় বলতে গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অবকাঠামোগত উন্নয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর অর্জন অপরিসীম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস